Site icon Jamuna Television

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি

অনেক ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়াই করছেন খালেদা জিয়া, এজন্য তাঁকে আজ থেকে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দেয়া হলো। আজ শনিবার বিকালে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, খুলনার এ সভা থেকে নতুন সংগ্রামের সূচনা হলো। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করার আহবানও জানান তিনি।

এর আগে দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি।  প্রথমে নগরীর হাদিস পার্কে সমাবেশের অনুমতি চাওয়া হয় মেট্রোপলিটন পুলিশের কাছে। সেখানে অনুমতি না মেলায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের উদ্যোগ নেন নেতারা। পরে দুপুরে মৌখিকভাবে সেখানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

Exit mobile version