Site icon Jamuna Television

গৃহপরিচারিকাকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগ

প্রতীকী ছবি।

সাভারের আশুলিয়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণের পর নির্যাতন করে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গৃহকর্তা দেলোয়ার ও তার স্ত্রী লিপিসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী নারী। গতকাল (১৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় বলা হয়, গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহপরিচারিকাকে ধর্ষণ করে দেলোয়ার। পরে তার স্ত্রী লিপি বাসায় ফিরলে তাকে বিষয়টি জানান নির্যাতনের শিকার ঐ নারী। এসময় মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ এনে উল্টো গৃহপরিচারিকাকে বেধড়ক মারধর করে দেলোয়ারের স্ত্রী। এক পর্যায়ে তার চুল কেটে স্পর্শকাতর স্থানে গরম ছ্যাকা দেয়া হয়। পরে হাসপাতালে ভর্তি হন নির্যাতনের শিকার গৃহপরিচারিকা।

Exit mobile version