Site icon Jamuna Television

ইংল্যান্ড-ওয়েলসে শুরু হলো করোনা টিকার বুস্টার ডোজ

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হলো করোনা মহামারি মোকাবিলায় বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি। বৃহস্পতিবার থেকে প্রদান করা হচ্ছে ভ্যাকসিন।

প্রথম দফায় ৫০ বছরের ওপরের ফ্রন্টলাইনার্স চিকিৎসক এবং স্বাস্থ্যসেবাকর্মীদের দেয়া হচ্ছে তৃতীয় ডোজ। এছাড়া স্বাস্থ্যঝুঁকিতে থাকা ১৬ থেকে ৪৯ বছর বয়সীদের দেয়া হবে- বুস্টার।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ব্রিটেনের ৬৬ শতাংশ মানুষ পেয়েছেন করোনা ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ। দেশটিতে শনাক্ত হয়েছে ৭৩ লাখের ওপর সংক্রমণ। ডেল্টাসহ নিত্যনতুন ভ্যারিয়েন্টের প্রভাবে নতুনভাবে ছড়াচ্ছে বিস্তার। চিকিৎসকদের আশঙ্কা, শীতকালে আরও বাড়বে এই সংক্রমণ।

ইউএইচ/

Exit mobile version