Site icon Jamuna Television

আবারও ফিরছেন শাবনূর

ছবি: সংগৃহীত

নব্বই দশকের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বর্তমানে দর্শক ও ভক্তদের থেকে বিচ্ছিন্ন। কোনো সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে অ্যাকটিভ নেই তিনি। তবে এ দূরত্ব এবার ঘুচবে। ইউটিউবে আসছেন শাবনূর, জানালেন নিজেই।

সম্প্রতি একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন সাবেক এই অভিনেত্রী। জানালেন, ইউটিউবে এবার নিয়মিত হবেন তিনি। জীবনের ডায়েরি শেয়ার করবেন ভক্তদের সাথে। ইউটিউব ছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পাওয়া যাবে তাকে।

এই কাজে শাবনূরকে সহায়তা করবেন তিন খুদে ইউটিউবার। এর মধ্যে অভিনেত্রীর ছেলে আইজানও আছে। অন্য দু’জন হলো ইহান এবং ইনাইয়া।

Exit mobile version