Site icon Jamuna Television

রাশিয়ায় শুরু হয়েছে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১টি টাইম জোনে বিভক্ত দেশটিতে তিনদিন ধরে চলবে ভোটাভুটি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চুকুতখা এবং কামচাটকা এলাকায় শুরু হয়েছে ভোটাভুটি। এরপরই ভোট অনুষ্ঠিত হবে মস্কো এবং আশপাশের শহরগুলোতে।

এবারের নির্বাচনে ১৪টি দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগে বিরোধীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি পুতিন সমালোচক আলেক্সাই নাভালনিকেও। পার্লামেন্টের নিম্নকক্ষের সাড়ে ৪শ আসনে প্রতিনিধি নির্বাচন করা হবে। বিভিন্ন জরিপ বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দলই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

Exit mobile version