Site icon Jamuna Television

‘সুশাসনের অভাবে বাংলাদেশে মোবাইল উৎপাদন বন্ধ করেছিল স্যামসাং’

অধ্যাপক ড. রেহমান সোবহান। ফাইল ছবি।

১৯৯৯ সালে সুশাসনের অভাবকে কারণ দেখিয়ে স্যামসাং বাংলাদেশ থেকে কোরিয়াতে গিয়ে মোবাইল উৎপাদন শুরু করে। যদি সে সময় স্যামসাং দেশে উৎপাদন শুরু করতো তাহলে বাংলাদেশ হতে পারতো ইলেকট্রনিক্স পণ্যের বিশ্ববাজার। অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান এসব কথা বলেছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পিআরআই আয়োজিত ভিয়েতনাম ও বাংলাদেশের রফতানি বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রফতানি পণ্যে বৈচিত্র্য না থাকলে বাংলাদেশ আগামী দিনে অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মধ্যে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অর্থনীতিবিদরা বলেন, অবকাঠামো উন্নয়ন করতে হবে, না হলে শুধু অর্থনৈতিক জোন থেকে রফতানি বাজারে সুবিধা আসবে না। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ঔপনিবেশিক ব্র্যান্ডিং ইমেজ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। আগামী দিনে বাংলাদেশ বিশ্ববাজারে পণ্য সেবার বাজারে আরও শক্তিশালী ভূমিকা নেবে বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version