Site icon Jamuna Television

পরীমণির ওপর ক্ষিপ্ত এবার সোহেল তাজ

ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশজুড়ে পরীমণিকে নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। মাদককাণ্ডে তার রিমান্ড, জামিনে মুক্ত হওয়া, হাতের তালুতে বিভিন্ন লেখা নিয়ে তাকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে এসবের মধ্যে পরীমণির এমন উশৃঙ্খল আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন রাজনীতিবিদ এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেছেন পরীমণি। তাকে খোলা চুলে হাতে সিগারেট নিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ‘…ক মি মোর’ স্পষ্ট। তবে একজন পাবলিক ফিগার হয়ে তার এমন ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সোহেল তাজ।

নিজের ভেরিয়ায়েড ফেসবুক ওয়ালে তিনি লেখেন, একজন সেলেব্রিটি হয়ে এমন অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে-মেয়েদের ওপর তা নেতিবাচক প্রভাব ফেলবে।

নিজের এই পোস্টের ওপর অবশ্য পরী লিখেছিলেন ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’ তবে সিগারেট হাতে নিয়ে ছবি পোস্ট করে শুধু এই শুকনো সতর্কবার্তা দেয়া যথেষ্ট কি না তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

Exit mobile version