Site icon Jamuna Television

বিশ্বকর্মার মূর্তির কাছে কারখানা খোলার আবেদনপত্র শ্রমিকদের

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত কারখানা হিন্দুস্থান মোটরস বন্ধ হয়ে গেছে ২০১৪ সালে। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্থানে ঘুরেও ঘুরেও লাভ হয়নি। তাই অবশেষে বিশ্বকর্মা দেবতার মূর্তির সামনেই কারখানা খোলার আবেদন করে বসলেন বন্ধ হয়ে যাওয়া কারখানাটির শ্রমিকরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) হিন্দমোটরের স্থানীয় বিজেপি নেতৃত্ব কিছু শ্রমিককে নিয়ে এই কর্মসূচি পালন করেন। প্রতিকী এই প্রতিবাদ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এ নিয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় বললেন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কারখানা। আমরা কাউন্সিলর থেকে রাজ্যপাল, সবার কাছে ডেপুটেশন দিয়েছি, কিছু হয়নি। এখন ঈশ্বরের কাছে ডেপুটেশন দিচ্ছি।

এক সময় হিন্দুস্থান মোটরস ছিল এশিয়ার বৃহত্তম মোটর কারখানা। তবে ২০১৪ সালের পর থেকে ক্রমেই খারাপ হচ্ছে এই কারখানার অবস্থা। মূল ভবন এখন জঙ্গলে ভরা, পাহারার ব্যবস্থা না থাকায় নানা অসামাজিক কার্যক্রমের অভয়ারণ্য হয়ে উঠেছে এটি। শ্রমিকরাও আছেন কষ্টে। তাই নিরুপায় হয়ে এবার এই প্রতিকী প্রতিবাদ।

Exit mobile version