Site icon Jamuna Television

তালেবান সরকারের সাথে রাশিয়ার কাজ করা দরকার: পুতিন

ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা দরকার। আজ শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিন পিংয়ের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে রুশ প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

পুতিন বলেন, আফগানিস্তানের বিষয়ে জাতিসংঘ সম্মেলনে রাশিয়ার সমর্থন আছে। আমরা মনে করি আফগানিস্তানে জঙ্গী অর্থায়ন বন্ধ করতে বিশ্ব নেতাদের আরও বিস্তারিত আলোচনা করা উচিত।

উল্লেখ্য, তালেবান সরকার গঠনের পর চীনই একমাত্র দেশ যারা কোনো রাখঢাক না করেই অভিনন্দন জানিয়েছে বিতর্কিত এ গোষ্ঠীকে। এদিকে, সঙ্কটের কারণে গত সপ্তাহে আফগানিস্তানের জন্য তিন কোটি মার্কিন ডলারের জরুরি খাদ্য এবং ওষুধ দেয়ার ঘোষণা দিয়েছে চীন। আফগানিস্তানে বিনিয়োগ নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সাথে গত সপ্তাহে কথা হয়েছে চীনের প্রতিনিধির।

আর বৈচিত্র্যপূর্ণ ও পরস্পরবিরোধী স্বার্থের কারণে তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তালেবানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ইরান।

/এসএইচ

Exit mobile version