Site icon Jamuna Television

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস নিয়ে এলো নতুন সিদ্ধান্ত

১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। তবে বোর্ড পরীক্ষার্থী ছাড়া বাকি শ্রেণিগুলোতে ক্লাস দেয়া হয়েছে সপ্তাহে একদিন করে। তবে ক্লাস চলার একসপ্তাহ পর এলো নতুন ঘোষণা। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয়েছে ক্লাসের দিন। এখন থেকে তারা একদিনের পরিবর্তে সপ্তাহে দুদিন করে ক্লাস করবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি রোববার ও বৃহস্পতিবার অষ্টম শ্রেণির ক্লাস হবে। আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণির ক্লাস।

তবে আগের নিয়মেই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও সোমবার সপ্তম শ্রেণির ক্লাস হবে। দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসও আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিনই হবে।

এছাড়া, আগামী ২০ সেপ্টেম্বর থেকে নতুন সূচি অনুযায়ী সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু করার আদেশ দেয়া হয়েছে।

Exit mobile version