Site icon Jamuna Television

বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের যাত্রা শুরু

যাত্রা শুরু করেছে স্পেন প্রবাসীদের সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেন। মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছ সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও দূতাবাস প্রধান আব্দুর রউফ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন, আবুল কালাম আজাদ, মো. বেলাল আহমেদ, খুরশেদ আলম মজুমদারসহ অনেকে।

এসময় জালাল আহমেদকে সভাপতি ও বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা।

Exit mobile version