Site icon Jamuna Television

নতুন স্বামীকে নিয়ে শ্যুটিংয়ে মাহি

ছবি: সংগৃহীত।

নতুন স্বামীকে নিয়ে সবাই হানিমুনে গেলেও মাহির ক্ষেত্রে দেখা গেল ব্যতিক্রম। বিয়ের পরদিনই স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান তিনি। সেখানে স্বামীর সাথে দুই দিন একান্তে সময় কাটান। এরপর ফেরেন ঢাকায়। 

চমকপ্রদ খবর হচ্ছে, বৃহস্পতিবার সদ্য বিবাহিত স্বামী রাকিব সরকারকে সাথে নিয়ে শুটিং স্পটে হাজির হন মাহিয়া মাহি। এদিন রাকিব বসে বসে স্ত্রীর শুটিং দেখেন। তার একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যায়, মাহি এবং তার নতুন স্বামী একে অপরের দিকে তাকিয়ে। হয়তো তারা কোনো বিষয় নিয়ে কথা বলছেন। 

বিয়ের আগেও অবশ্য শুটিংয়ে আসতেন তিনি। তখন আসতেন বন্ধু হিসেবে।

জানা গেছে, বিয়ের ঘোষণার আগে থেকেই শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ শুটিং করে আসছিলেন মাহি।  

মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, আমার এখন পুরোপুরি কাজে মনোযোগ। তাই ব্যক্তিগত সব কাজ গুছিয়ে দ্রুত কাজে ফিরলাম।এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে দ্রুত সেসব কাজগুলো শেষ করতে চাই। এর বাইরে আপাতত কোনোদিকে আর মনোযোগ দিতে চাই না।

Exit mobile version