Site icon Jamuna Television

কর্মজীবীদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করলো ইতালি

কর্মক্ষেত্রে গ্রিন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করলো ইতালি।

ইউরোপের প্রথম দেশ হিসেবে কর্মজীবীদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করলো ইতালি। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে দেশটি।

রেস্তোঁরা, যাদুঘর, জিমে প্রবেশের ক্ষেত্রেও পাসটি বাধ্যতামূলক করা হয়েছে। গ্রিন পাস প্রদর্শনে ব্যর্থ হলে কর্মীদের বরখাস্তের নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ। মূলত, দেশের সব মানুষকে দ্রুত টিকাদানের আওতায় আনতেই তাদের এ সিদ্ধান্ত।

তবে এ ঘোষণায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ, এ সিদ্ধান্তকে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে অভিহিত করছেন তারা। এখনও পর্যন্ত দেশটিতে দুই ডোজ টিকার আওতায় এসেছেন ৬৫ শতাংশ মানুষ। ইউরোপে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

/এসএইচ

Exit mobile version