Site icon Jamuna Television

দ্রুত ঘুমানোর ৬ উপায়

ছবি: সংগৃহীত।

ঘুমের সমস্যা নিয়ে ভোগেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। আর বর্তমানে এই সমস্যায় ভুগছেন অনেক মানুষই। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করতে করতে কেটে যায় রাতের অনেকটা সময়। তবুও ঘুম আসে না।

১) যত সম্ভব জেগে থাকার চেষ্টা করুন: হ্যাঁ, জানি চমকে যাবেন। কিন্তু পোলিশ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা এমনটাই বলছে। ঘুমোতে যাওয়ার আগে বই পড়ুন, ডায়েরি লিখুন। দেখবেন মন, শরীরে ক্লান্তিতে এমনিতেই ঘুমিয়ে পড়বেন।

২) নিজের ঘর ঠান্ডা রাখার চেষ্টা রাখুন: ঠান্ডা ঘরে তাড়াতাড়ি ঘুম আসে। চেষ্টা করুন নিজের ঘর যতটা সম্ভব ঠান্ডা রাখার।

৩) ঘুমাতে যাওয়ার আগে গোসল করুন। এতে শরীর ঠান্ডা থাকবে এবং সহজেই ঘুম চলে আসবে।

৪) ঘরে ভেষজ রুম ফ্রেশনার ব্যবহার করুন: সুগন্ধ মানুষের ঘুমের সহায়ক। ঘরে রুম ফ্রেশনার দিন। তবে সেটা ভেষজ হলেই ভাল।

৫) হালকা সাউন্ড দিয়ে গান অথবা ইন্সট্রুমেন্টাল জাতীয় কিছু শুনুন: খুব হালকা সাউন্ড দিয়ে আপনার পছন্দের গান শুনুন। দেখবেন কখন ঘুমিয়ে পড়েছেন। তবে গানের থেকেও ইন্সট্রুমেন্টাল কিছু এ ক্ষেত্রে আরও বেশি কাজে দেবে।

৬) ঘুমাতে যাওয়ার আগে হালকা এক্সসারসাইজ করুন। তাতে শরীরে ক্লান্তি এসে আপনি সহজেই ঘুমিয়ে পড়বেন।

Exit mobile version