Site icon Jamuna Television

শনিবার সিনোফার্মের আরও অর্ধকোটি টিকা আসছে

ফাইল ছবি।

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ করোনার টিকা আসছে। চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকায় পৌঁছাবে বলে জানা যায়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টিকার চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গিয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চীনের বাংলাদেশ দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে ফেসবুকে লেখা হয়, বাংলাদেশের উদ্দেশে ৫ মিলিয়ন ডোজ সিনোফার্মের টিকা চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর ছেড়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন থেকে সপ্তাহে ৫০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। এতে চলতি মাসে চারটি টিকার চালান আসবে। যা আগামী নভেম্বর পর্যন্ত চলবে এবং প্রতি চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে।

উল্লেখ্য, গত ১২ মে চীন প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশকে উপহার দেয়। এরপর দফায় দফায় আরও বেশ কয়েকটি চালান বাংলাদেশে পৌঁছায়। সর্বশেষ গত ১৩ আগস্ট সিনোফার্মের ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার দেয় চীন।

Exit mobile version