Site icon Jamuna Television

ভক্তদের দুশ্চিন্তা, এবার কি বেঁচে ফিরবেন পেলে?

ছবি: সংগৃহীত

আবারো অসুস্থ হয়ে পড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার দুই দিন পর আবারো আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

তিনবারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে হাসপাতালে ভর্তির খবর দিয়েছে ইএসপিএন ব্রাজিল। হাসপাতালের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিলো এই কিংবদন্তিকে। বারবার অসুস্থ হয়ে যাওয়ায় তার ভক্তরা রয়েছেন দুশ্চিন্তায়।

ইনএসপিএন বলছে অ্যাসিড রিফ্লাক্সের কারণে ৮০ বছর বয়সী পেলেকে পুনরায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এর আগে শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় চলতি মাসের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। পরীক্ষায় তার বৃহদান্তে টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচার করা হয়।

ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন সময়ে খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।

Exit mobile version