Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে তালেবান সরকারের সাথে কাজ করার আহ্বান চীন-রাশিয়ার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতি তালেবান সরকারের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন চীন-রাশিয়া নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লক সাংহাই কো-অপারেশন (এসসিও) জোটের নেতারা। তালেবানকেও অংশগ্রহণভিত্তিক সরকার গঠনের তাগিদ দেন তারা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাংহাইয়ে অনুষ্ঠিত হয় এ নিরাপত্তা ব্লকের সম্মেলন। যেখানে মূল এজেন্ডা হয়ে ওঠে আফগান ইস্যু। কথা হয় নবগঠিত তালেবান সরকার নিয়েও।

আফগানিস্তানে মানবিক সংকট মোকাবেলায় ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করে চীন, রাশিয়া, পাকিস্তানসহ প্রতিবেশীরা। দেশটিতে জরুরি ত্রাণ সহায়তায় মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানান জোটের নেতারা।

আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলকে নজর দেয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পরিস্থিতির উন্নতিতে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের সাথে আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি ।

Exit mobile version