Site icon Jamuna Television

জন্মদিনে শুভেচ্ছা দানকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন মোদির

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে বহু মানুষের শুভেচ্ছা ও শুভকামনা পেয়েছেন তিনি। ওই দিনই টুইটারে যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান মোদি।

নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মোদি লেখেন, আপনাদের শুভকামনায় আমি ধন্য। যারা আজকের দিনে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অনুপ্রেরণাই আমাকে মাতৃভূমির প্রতি আরও বেশি কাজ করতে উৎসাহ দেয়।

উল্লেখ্য, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট শহর ভাডনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। ২০১৪ সাল থেকেই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১টি লাল গোলাপ পাঠিয়ে শুভেচ্ছা জানান

Exit mobile version