ছবি: সংগৃহীত
সিঁদুর মাথায় জারেক এন্টারটেনমেন্টের বিশ্বকর্মা পূজায় উপস্থিত হলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। দুই তারকার সেই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তাদের একসঙ্গে অনুষ্ঠানটিতে দেখা যায়। নুসরাত উপস্থিত হয়েছেন হালকা গোলাপি রঙের কুর্তা পরে আর যশের পরনে ছিল হালকা নীল শার্ট এবং জিনস।
এর আগেও সিঁদুর পরা অবস্থায় দেখা গেছে নুসরাতকে। এ নিয়ে অবশ্য কম তোপের মুখে পড়তে হয়নি এ অভিনেত্রীকে। ডিকশনারি ছবির লুকে নিজের দুটি ছবি শেয়ার করেছিলেন নুসরাত। সেখানে পরনে ছিল লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর ও কপালে টিপ। আর ওই লুক শেয়ার করার পরপরও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। প্রাক্তণ স্বামী নিখিল জৈনের সাথে একবার মন্দিরে গিয়েও কটাক্ষের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।
Leave a reply