বাবা ঘর ছাড়ায় অভিমানে আত্মহত্যা স্ত্রী সন্তানসহ ৪ জনের

|

প্রতীকী ছবি।

পারিবারিক দ্বন্দ্ব্যের কারণে রাগের মাথায় বাড়ি ছাড়েন গৃহকর্তা। ৫ দিন পর ফিরে এসে দেখেন আত্মহত্যা করেছেন তার স্ত্রী, ছেলে, দুই মেয়ে। আর ৯ মাস বয়েসী নাতনি মারা গেছে অনাহারে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

পশ্চিমবঙ্গভিত্তিক আনন্দাবাজার পত্রিকা ও বেঙ্গালুরু পুলিশ সুত্রে জানা গেছে, এক পরিবারের চার সদস্য আত্মহত্যা করেছেন আর অনাহারে মৃত্যু হয়েছে একই পরিবারের ৯ মাসের এক শিশুর। এছাড়া ওই পরিবারের আরেক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে মৃতদেহগুলোর সাথে ঘরের মধ্যেই ছিল দুবছরের ওই শিশুটিও।

 

বেঙ্গালুরু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাঞ্জীভ পাতিল বলেন, খবর পেয়ে আমরা বাড়ির ভেতরে ঢুকে আমরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছি। একটি দু বছর বয়েসী শিশুকেও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর কারণ এখনও অজানা। তবে আমরা সন্দেহ করছি তারা আত্মহত্যা করেছেন, আর অনাহারে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা করছি। প্রাথমিকভাবে মনে  হচ্ছে, তিনদিন আগে তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলোতে ইতোমধ্যেই পচন ধরতে শুরু করেছে।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, পাঁচদিন আগে গৃহকর্তা এইচ শঙ্করের সাথে তার মেয়ের ঝগড়া হয়। এরপর সন্তানের ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যান শঙ্কর। এক পর্যায়ে রাগ কমলে বাড়িতে ফোন করেন শঙ্কর। তবে বেশ কয়েকবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় গতকাল শুক্রবার তিনি বাড়ি ফিরে ঘরে ঢুকে স্ত্রী (৫০), ছেলে (২৭) ও দুই মেয়ের (৩৫ ও ৩৩) ঝুলন্ত দেহ দেখতে পান শঙ্কর। আর ঘরের মেঝেতে পড়ে ছিলো ৯ মাস বয়েসী নাতনির লাশও। আরেক নাতনি অবশ্য বেঁচে ছিল। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। 

এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করছে বেঙ্গালুরু পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply