Site icon Jamuna Television

পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী

ভূপৃষ্ঠে অবতরণের পর তিন চীনা নভোচারী।

তিন মাসের দীর্ঘ মহাকাশ সফর শেষে পৃথিবীতে ফিরলেন চীনের তিন নভোচারী। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মঙ্গোলিয়ায় অবতরণ করেন শেনঝু-১২ মিশনের তিন চাইনিজ নভোচারী।

গত জুনে চীনের একটি স্পেস স্টেশন থেকে মহাকাশ যাত্রায় রওনা হয়েছিলেন তারা। এটিই ছিল মহাকাশে চীনের সবচেয়ে দীর্ঘ মহাকাশ অভিযান। গত জুন মাসে শুরু হয় ‘শেনঝু-১২’ মিশনের যাত্রা। মহাকাশে চীনের প্রথম স্থায়ী স্পেস স্টেশন নির্মাণই ছিল এর প্রধান লক্ষ্য। কাজ পুরোপুরি শেষ না হলেও, এরই মধ্যে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছেন এ নভোচারীরা। পৃথিবীর ৩৮০ কিলোমিটার ওপরে স্পেস স্টেশন নির্মাণ কাজের অগ্রগতি বাড়িয়েছে তাদের আত্মবিশ্বাস। বলছেন-, এ অভিযানের মাধ্যমে মহাকাশ গবেষণার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন।

চীনা নভোচারী লিউ বোমিং বলেন, মহাবিশ্ব বিশাল আর আকর্ষণীয়, যা নিয়ে মানুষের মধ্যে তীব্র কৌতুহল। নিজেদের স্পেস স্টেশনে হাঁটতে পারাটা ভীষণ গর্বের ও সম্মানের। আবারও মহাকাশ অভিযানে যেতে পারাটাই আমার জন্য পরম আনন্দ ও সৌভাগ্যের বিষয়।

/এসএইচ

Exit mobile version