Site icon Jamuna Television

নির্ধারিত সময়েই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। নির্ধারিত সময়েই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভায় এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, তৃনমূলে কিছু সময় বিঘ্ন ঘটলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন যথা সময়ে সম্পন্ন হয়। এই ক্ষেত্রে আওয়ামী লীগের আগাম সম্মেলনের কোনো ইতিহাস নেই।

বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, কিছু দল মুখে গণতন্ত্রের কথা বললেও নির্ধারিত সময়ে নিজেদের সম্মেলন করে না।

ইউএইচ/

Exit mobile version