Site icon Jamuna Television

ভারতে চলছে মেগা টিকাদান কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে তার মুখোশ পরে টিকা নিয়েছেন এক ভারতীয় নাগরিক।

ভারতে ২য় দিনের মতো চলছে মেগা টিকাদান কর্মসূচি। চার দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনেই টিকার আওতায় এসেছে ২ কোটিরও বেশি মানুষ। ভারতে একদিনে টিকাদানের হিসেবে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি শাসিত পাঁচ রাজ্যে শুরু হয় এ কার্যক্রম। দেশজুড়ে ১ লাখের বেশি কেন্দ্রে চলছে কর্মসূচি। দেশে শতভাগ টিকাগ্রহণ নিশ্চিতের লক্ষ্যেই এ কর্মসূচি বলে জানিয়েছে ভারত সরকার। বিশেষ এ কর্মসুচী সফল করতে টিকা নিতে আসা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকাগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ভারতে শুরু হয় গণটিকা কর্মসূচি। ডিসেম্বরের মধ্যে অন্তত ৯৪ কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য দেশটির। ভারতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ৪ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

/এসএইচ

Exit mobile version