Site icon Jamuna Television

চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার

ধর্ষণ মামলায় বিএনপির ইউনিয়ন সভাপতি গ্রেফতার।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ধর্ষণ মামলায় বিএনপির চিলমারী ইউনিয়ন সভাপতিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় পুলিশ। পরে তাকে শনিবার ১৮ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই নৌকায় তুলে এক স্বামী পরিত্যক্ত মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে এজাহার ভুক্ত আসামি আত্মগোপনে থাকেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশ শুক্রবার লালমনিরহাট থানা পুলিশের সহযোগিতা নিয়ে রিয়াজুল হক জোদ্দারকে সদর উপজেলা থেকে গ্রেফতার করে।

আটককৃত রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনির ছেলে। তিনি চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যক্ত এক মহিলা ধর্ষণের অভিযোগে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করে শনিবার কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version