Site icon Jamuna Television

রাজনৈতিক সন্ন্যাস থেকে ফিরে তৃণমূল শিবিরে বাবুল সুপ্রিয়

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পালাবদেলে মন্ত্রিত্ব হারানোর পরই রাজনীতি থেকে সন্ন্যাসগ্রহণের ঘোষণা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়া। তবে এবার সন্ন্যাস থেকে ফিরলেন তিনি। যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলটির সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়নের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন তিনি।

এরা আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের অনুরোধেও রাজনীতির মাঠে থাকতে রাজি করানে যায়নি তাকে। এমনকি একটি উপনির্বাচনে ২০ জন তারকা প্রচারকের তালিকাতেও তার নাম রাখা হয়েছিল। তবে তাতে রাজি হননি বাবুল সুপ্রিয়।

তাহলে কি বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলে যোগ দেয়ার জন্যই বাবুলের সন্ন্যাস নাটক? বিশ্লেষকদের মতামত জানার পরেই তা বলা যাবে।

Exit mobile version