ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চাদর নিলামে উঠেছে। আর সেই চাদরটির দাম উঠেছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, চাদরটি উপহার হিসেবে পেয়েছিলেন নরেন্দ্র মোদি। ভক্তের দেয়া গায়ের চাদরটির সাধারণভাবে দাম ১০০ রুপি। কিন্তু নিলামে সর্বনিম্ন দাম রাখা হয়েছিল ৫০০ রুপি। নিলাম শুরু হয় মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায়। সঙ্গে সঙ্গেই দাম বাড়তে শুরু করে। আর ২৭ ঘণ্টার মাথায় শনিবার দুপুর ১টায় দেখা যায়, ওই চাদরের দাম উঠেছে ১ কোটি ১৫ লাখের বেশি।
খবরে আরও বলা হয়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই নিজের পাওয়া উপহার নিলামে বিক্রি করেন মোদি। এবার জন্মদিন থেকে শুরু হয়েছে সেই নিলাম। জানা গেছে, গত দু’বছরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি যে সব উপহার পেয়েছেন তার মধ্যে বাছাই সামগ্রী ভার্চুয়াল মাধ্যমে নিলাম হচ্ছে। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তার ২০ বছর পূর্ণ হচ্ছে এবার। ওই দিন পর্যন্ত চলবে নিলাম।
শুধু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পাওয়া উপহারই নয়, তার সঙ্গে দেখা করতে এসে বিশিষ্টরা যে স্মারক দিয়েছেন মোদিকে তাও উঠেছে নিলামে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের মডেল, পেন্টিং, স্মারক পেয়েছেন তাও নিলামে রাখা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় যেসব উপহার নিলামে উঠেছে সেগুলির মধ্যে সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিকে ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সোনার পদক জেতা নীরজ চোপড়ার থেকে পাওয়া। চলতি ই-নিলামে তার সেই সোনা জয়ী জ্যাভলিন উঠেছে নিলামে। শুক্রবার দর শুরু হয়েছিল ১ কোটি টাকা থেকে। শনিবার দুপুরেই তা ১০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এখনও ১৯ দিন ধরে চলবে নিলাম। মোদির চাদর থেকে নীরজের জ্যাভলিনের মূল্য কোন উচ্চতায় পৌঁছায় তা জানা যাবে ৭ অক্টোবর।
ইউএইচ/

