২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩২ জন। এর মধ্যে ঢাকাতেই ১৮৭ জন ভর্তি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যে এসব কথা জানানো হয়েছে।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ভর্তি ৯৯০ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৪৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন।

