Site icon Jamuna Television

জাতিসংঘ মহাসচিবকে তালেবানের চিঠি

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়েছে তালেবান। চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা দেবেন। এ ছাড়া নারী অধিকার নিয়েও চিঠিতে উল্লেখ আছে বলে জানান তিনি। খবর এনডিটিভি’র।

গুতেরেস বলেন, ত্রাণসহায়তা নিয়ে তালেবানের সাথে আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের বৈষম্য ছাড়া পুরো আফগানিস্তান জুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও তালেবানের সাথে আলোচনা হয়েছে।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, গুতেরেস বলেন, তালেবানের সাথে এসব ইস্যুতে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এসব ইস্যুতে তালেবান বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগে থেকেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছিল। এ সময় বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানও তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে।

এদিকে তালেবান ক্ষমতায় আসায় অনেক দেশ তাদের সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আফগানিস্তানে মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ।

Exit mobile version