Site icon Jamuna Television

বিয়ে করছেন বিদ্যুৎ জামওয়াল

বিয়ে করেছেন বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি পোশাক শিল্পী নন্দিতা মোহতানির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে বাগদানের দুটি ছবি দিয়ে তিনি লিখেছেন, কমান্ডোর মতো করে বাগদান সারলাম! লেখার পাশে একটি আংটির ইমোও দিয়েছেন বিদ্যুৎ।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, হারনেস পরে একে অপরের হাত ধরে দেয়াল বেয়ে উঠছেন বিদ্যুৎ এবং নন্দিতা। দ্বিতীয় ছবিতে তাদের দেখা গেছে তাজমহলের সামনে।

বিদ্যুৎ জানিয়েছেন, গত ১ সেপ্টেম্বর তিনি বিয়ে করেছেন। একই ছবি ইন্সটাগ্রামে শেয়ার দিয়ে নন্দিতাও লিখেছেন, ওকে আর অপেক্ষা করাতে পারলাম না। হ্যাঁ বলে দিলাম।

Exit mobile version