Site icon Jamuna Television

বাকশক্তি হারিয়েছেন বাপ্পি লাহিড়ী!

সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। ছবি: সংগৃহীত।

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন।

বাপ্পী লাহিড়ী গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন। সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তার ফুসফুসেও। এরপর থেকেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে তার।

জানা গেছে, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। পাঁচ মাস ধরে তার কথা বলা বন্ধ। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। আসলে পাঁচ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে।

তবে পূজার আগেই তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তিনি।

বাপ্পা লাহিড়ী আরও জানান, দুর্গাপূজার সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত’র একটা গানের রেকর্ডিংও রয়েছে।

Exit mobile version