Site icon Jamuna Television

কতো বেতন পান মেসি ও রোনালদো?

ছবি: সংগৃহীত

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল যেদিন প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্টিয়ানো রোনালদোর বেতনের অঙ্ক, সেদিনই ফরাসি দৈনিক লে’কিপ জানিয়েছে পিএসজিতে লিওনেল মেসির বেতন কতো।

৩ মৌসুমে পিএসজিতে প্রায় ১১০০ কোটি টাকা পাবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রথম মৌসুমে ৩ কোটি ইউরো পাবার পরের দুই মৌসুমে ৪ কোটি ইউরো করে বেতন পাবেন মেসি।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে বছরে ২ কোটি ২০ হাজার ডলার বেতন পাবেন সিআরসেভেন, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা। ম্যানইউ’র আগে য়্যুভেন্টাসে রোনালদো আরও বেশি বেতন পেতেন। সেটি ছিল বছরে ২ কোটি ৬০ লাখ পাউন্ড। 

বেতন, বোনাস, এনডোর্সমেন্টের সাথে ব্যবসায়িক লেনদেন এবং অন্যসব খাত যোগ করলে রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। জানা গেছে, বেতনের মতো রোনালদোর চেয়ে লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণও বেশি।

/এম ই

Exit mobile version