Site icon Jamuna Television

ট্যাক্সির ছাদে সবজি চাষ করে অভিনব প্রতিবাদ থাইল্যান্ডে

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাস মহামারির কারণে থাইল্যান্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনশিল্প। ফলে সে দেশের ট্যাক্সিচালকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। ট্যাক্সিচালকদের অনেকেই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন। খবর বিবিসি’র।

কাজ হারানো ট্যাক্সিচালকের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এ সমস্যায় অভিনব এক প্রতিবাদ করেছে থাইল্যান্ডের ট্যাক্সিচালক ইউনিয়ন। ট্যাক্সির ছাদে বাগান করে সবজি ফলাচ্ছেন তারা।

ট্যাক্সির ছাদের সবজি একাধারে তাদের প্রতিবাদের ভাষা এবং কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দেয়ার প্রয়াস। করোনায় বন্ধ আছে ট্রাক্সি। এ অবস্থায় ট্যাক্সির ছাদে সবজি চাষ হচ্ছে।

Exit mobile version