Site icon Jamuna Television

কী নিয়ে আসছেন জিৎ আর প্রসেনজিৎ?

প্রসেনজিতের নতুন ছবি নির্মাণের অপেক্ষায়। ছবির নাম আয় খুকু আয়। বাবার চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ। আর এই ছবির প্রযোজনা করতে যাচ্ছেন আরেক সুপারস্টার, জিৎ।

আর প্রসেনজিৎ বলেছেন, এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনও করিনি। জিতের প্রযোজনায় এই ছবিতে কাজ করার ব্যাপারে দারুণ উত্‍সাহী প্রসেনজিত্‍। তিনি জানিয়েছেন, ‘আমি জিৎকে বলেছি, আমার ফ্যানরা তো এই ছবি দেখতে আসবেনই। সঙ্গে যদি তোমার ফ্যানেরাও আসেন, তাহলে এই ছবি সুপারহিট হওয়া রোখে কে? প্রসেনজিতের সাথে এই এই কোল্যাবোরেশনে খুশি জিত্‍ও।

ছবিটি পরিচালনা করছেন শৌভিক কুণ্ডু। ছবিতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখতে পাওয়া যেতে পারে দিতিপ্রিয়া রায়কে।

বেশ কয়েক বছর পর আবার কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চলেছেন প্রসেনজিত্‍। তিনি বলেছেন, বক্স অফিস সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করবো।

Exit mobile version