Site icon Jamuna Television

যুক্তরাজ্যে মুসলিমদের শাস্তি দিতে উড়োচিঠি-লিফলেট বিলি

যুক্তরাজ্য আগামী ৩ এপ্রিল ‘মুসলিমদের শাস্তি দিবস’ পালনের ডাক দিয়ে উড়োচিঠি ও লিফলেট বিলি করছে অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী। এরই মধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী বিভাগ।

জানা গেছে, লন্ডন, ওয়েস্ট মিডল্যান্ডস ও ইয়র্কশায়ারে ছাপা চিঠি পেয়েছেন অনেকে। ‘পানিশ এ মুসলিম ডে’ শিরোনামে ওই চিঠিতে মুসলিমদের নানা কায়দায় নির্যাতন ও হত্যা, এসিড ছোঁড়া, পেটানো, বা মসজিদে বোমা হামলার মতো কাজ করতে পারলে পুরস্কারের কথা বলা হয়েছে। এমনকি হিজাব পরিহিত মুসলিম নারীদের হয়রানি এবং পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত মক্কায় পরমাণু হামলা চালানোরও উল্লেখ রয়েছে চিঠিগুলোয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চিঠির ছবি আপলোড করছেন। এ ঘটনায় জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ব্রিটেনে বর্তমানে ২৫ লাখ মুসলিমের বাস; অনুসারীর দিক থেকে দেশটিতে ইসলাম দ্বিতীয় বৃহৎ ধর্ম।

Exit mobile version