Site icon Jamuna Television

বিরোধের জেরে পাঞ্জাব মুখ্যমন্ত্রীর পদত্যাগ

ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অমরিন্দর সিং। এতে রাজ্যটির কংগ্রেস ভেঙে যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

দলীয় নেতাদের সাথে বিরোধের জেরে শনিবার (১৮ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন তিনি। পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এমন সিদ্ধান্ত নিলেন অমরিন্দর।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সাথে দেখা করে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। একাধিকবার কংগ্রেস নেতাদের দ্বারা অপমানের শিকার হয়েছেন বলেও অভিযোগ তার। তিনি বলেন, দলের নেতা-কর্মীদের আস্থা নেই তার ওপর। আপাতত কংগ্রেসেই থাকছেন বলে জানান অমরিন্দর সিং। তবে পরবর্তীতে বিকল্প নিয়ে ভাবতে পারেন বলেও ইঙ্গিত দেন।

গত জুলাইয়ে অমরিন্দর সিংয়ের আপত্তি সত্ত্বেও সাবেক ক্রিকেটার নভোজিৎ সিং সিধুকে রাজ্য কংগ্রেসের দায়িত্ব দেয়া হয়। তখনই বিভক্তি দেখা দেয় দলে।

Exit mobile version