Site icon Jamuna Television

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পরিবহন শ্রমিকদের কর্মসূচি

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের কর্মসূচি পালন করছে পরিবহন শ্রমিকরা।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে রওনা দিয়েছেন অনেকে।

পরিবহন নেতাদের অভিযোগ, সিলেট বাইপাস এলাকায় দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করছে একটি চক্র। বিষয়টি প্রশাসনকে জানালেও সুরাহা হয়নি। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধান না হলে সকল রুটে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন নেতারা।

Exit mobile version