Site icon Jamuna Television

কলকাতার ফ্লাইওভার থেকে লাফিয়ে প্রবীণের আত্মহত্যা

কলকাতার মা ফ্লাইওভার থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবীণ। মৃত ওই ব্যবসায়ীর নাম প্রণব কুণ্ডু (৫৬)। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক মন্দায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি।

প্রণব কুণ্ডের পরিবার জানায়, ব্যবসায় মন্দা থাকার কারণে বেশ কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, এই কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়েছিলেন প্রণব। পরে স্থানীয় সকাল ছয়টার দিকে তিনি ওই ফ্লাইওভারটি থেকে ঝাঁপ দেন। উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধুই কি অর্থনৈতিক মন্দার ফলে নাকি অন্য কোনো কারণে আত্মহত্যা করেছেন প্রবীণ ওই ব্যবসায়ী, তদন্তের পরই তা জানা যাবে।

Exit mobile version