Site icon Jamuna Television

আজ থেকে দৈনিক ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

ছবি: সংগৃহীত

বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় আজ রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সিএনজি স্টেশন চার ঘণ্টা বন্ধ থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে৷

গত বুধবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনসমূহে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিদ্যুতের পিক আওয়ার বিবেচনায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বরে জানানো হয়। পরবর্তীতে ১৪ সেপ্টেম্বর সিএনজি স্টেশন মালিক সমিতি ৬ ঘণ্টার পরিবর্তে দিনে ৩ ঘণ্টা স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়।

Exit mobile version