Site icon Jamuna Television

‘সাকিব দা এসে গেছেন’

ছবি: সংগৃহীত

কোয়ারেন্টাইন মুক্ত হয়ে থেকে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। আর সেটাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে সাকিবকে বরণ করে নিলো টিম কেকেআর।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুবাই স্পোর্টস সিটিতে কেকেআরের সাথে পুর্ণাঙ্গ সেশনে অংশ নেন সাকিব। অনুশীলনে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সবই করেছেন বিশ্বসেরা এই ওয়ানডে অলরাউন্ডার।

আইপিএলে অংশ নিতে ১২ সেপ্টেম্বর দুবাই পাড়ি দেন সাকিব। আরব আমিরাতের নিয়ম অনুযায়ি ৭ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবারই মাঠে নামার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

এছাড়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দলটি। সেখানে সাকিব বলেন, আমাদের ম্যাচের আর মাত্র দুদিন বাকি আছে। আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। দলের জন্য সবার সমর্থনও চেয়েছেন এ ক্রিকেটার।

Exit mobile version