Site icon Jamuna Television

রোহিঙ্গা ইস্যুতে যা বললেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, রাজনৈতিকও বটে। তবে নিরাপত্তা পরিষদের সদস্যরা একমত হতে না পারায় রাজনৈতিক সমাধান হচ্ছে না। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

রোববার (১৯ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডি-ক্যাব সংলাপে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব সম্প্রদায়ের নজরে রাখা বাংলাদেশের দায়িত্ব। রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেয়ার বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও জানান তিনি।

ভাসানচরে জাতিসংঘ যুক্ত হওয়ার সমঝোতা স্মারক চূড়ান্ত, দ্রুতই স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মিয়া সেপ্পো। এসময় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে জাতিসংঘ স্বাগত জানিয়েছেন বলেও জানান মিয়া সেপ্পো।

Exit mobile version