Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনা; পা কেটেও বাঁচানো গেলো না প্রকৌশলীকে

সড়ক দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী কে এম কামরুল আহসান নিহত।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলার এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী কে এম কামরুল আহসান (৪২) মারা গেছেন। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের পুকুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি ফরিদপুর শহরের লালের মোড় এলাকায়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ ওমর ফারুক জানান, রোববার সকালে সাড়ে ৯টার দিকে ফরিদপুর থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গায় অফিসের যাবার পথে ট্রাকের চাপায় গুরুত্বর আহত হন কামরুল আহসান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১ টার দিকে তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা প্রকৌশলী আ. মালেক মিয়া জানান, আমাদের সহকর্মী কামরুল হাসান ফরিদপুর হতে মোটরসাইকেল যোগে ভাঙ্গা উপজেলা অফিসে আসছিলেন। ভাঙ্গার পুকুরিয়া নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে একটি ট্রাক চাপা দিলে তিনি আহত হন। পরে স্থানীয়রা ফরিদপুর ট্রমা সেন্টার ভর্তি করে। আহত কামরুল হাসানের ডান পা কেটে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Exit mobile version