
ছবি: সংগৃহীত।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ ও সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টা তাহনাউন বিন জায়েদের হাফ-প্যান্ট পরা একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর গালফ নিউজ’র।
সৌদি যুবরাজের ব্যক্তিগত কার্যালয়ের পরিচালক বদর আল-আসকার ছবিটি টুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, লোহিত সাগরে একটি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন তারা।
এর আগে, দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির সাথে এক বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের তাহনাউন। কাতারের সাথে উপসাগরীয় দেশগুলোর দ্বন্দ্বের অবসানে চলতি বছরের শুরুতে একটি চুক্তি হওয়ার পর ২৬ আগস্ট প্রথমবারের মতো এমন বৈঠক হয়েছে।
বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক, বাণিজ্য ও বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে তারা কথা বলেন।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply