Site icon Jamuna Television

ভোলায় ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নিহত আব্দুল মান্নান বেপারী।

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে নিজ বসত ঘর থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে দুই সন্তান নিয়ে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতের কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

লালমোহন থানার এসআই নূরউদ্দিন জানান, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নানের পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে।

এসআই নূরউদ্দিন আরও জানান, ছুরি এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। যেহেতু নিহতের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক রয়েছে তাই আমাদের ধারণা এ হত্যাকাণ্ডের সাথে স্ত্রী জড়িত থাকতে পারে। তবে পুলিশ ঘটনার সঠিক তদন্ত করছে।

Exit mobile version