Site icon Jamuna Television

হারানো মোবাইল খুঁজে পাওয়ার জাদুকর কাদের পেলেন পুরস্কার

ছবি: সংগৃহীত।

হারানো মোবাইল খুঁজে পাওয়ার জাদুকর এএসআই আব্দুল কাদের তার কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনারের থেকে ১৭ তম বার পুরস্কার পেলেন। গুলশান বিভাগের উপ- পুলিশ কমিশনার আজ তাকে এই পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত, হারানো মোবাইল খুঁজে বের করাই আব্দুল কাদেরের অন্যতম নেশা। কর্মজীবনে ছিনতাই অথবা হারিয়ে যাওয়া অন্তত তিন হাজার মোবাইল খুঁজে তিনি তুলে দিয়েছেন প্রকৃত গ্রাহকের হাতে।

মোবাইল হারানোর সাধারণ ডায়েরি হলেই ডাক পড়ে তার। মরুভূমিতে সুই খোঁজার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। কর্মক্ষেত্রের ব্যস্ততায় কখন সকাল গড়িয়ে দুপুর বা বিকেল হয় তা খুব একটা টের পান না।

২০০৫ সালে কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু কাদেরের। ষোল বছরের চাকরি জীবনের অর্ধেকের বেশী সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায়। কোনোটিতে সময় নিয়েছেন পাঁচ দিন, কোনোটির জন্য লেগে ছিলেন দুই বছর। মোবাইল খোঁজার ক্ষেত্রে বাজারমূল্য তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়।

Exit mobile version