Site icon Jamuna Television

পোষা প্রাণীর জন্য বিমানের সব টিকিট কিনলেন মালিক

ছবি: সংগৃহীত।

পোষা কুকুরের জন্য বিমানের একটি বিজনেস ক্লাস ফ্লাইটের সব টিকিট কেটে নিয়েছেন এক ব্যক্তি। এ খবর প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায় খবরটি । খবর টাইমস নাও নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার AI-671 বিমানটির বিজনেস ক্লাসের সব টিকিট কেটেছিলেন পোষা কুকুরের মালিক। ১২টি কুকুর ওই ফ্লাইটে বহন করেন তিনি। এতে তাকে দুই ঘণ্টার এই ভ্রমণের জন্য গুনতে হয়েছে আড়াই লক্ষর বেশী রুপি।

এয়ার ইন্ডিয়ার ডমেস্টিক ফ্লাইটে একটি বিজনেস ক্লাস টিকিটের দাম সাধারণ ২০ হাজার রুপি। ওই ফ্লাইটে বিজনেস ক্লাসে টিকিটের সংখ্যা ছিল ১২টি।  

ভারতের বিমানসংস্থাগুলোর মধ্যে কেবলমাত্র এয়ার ইন্ডিয়াই পোষা প্রাণীদের যাত্রীদের সাথে কেবিনে রাখার অনুমতি দেয়। তবে একসাথে মাত্র দুটি পোষা প্রাণী রাখা যায়। এ জন্য ওই ব্যক্তি নিজের পোষা প্রাণীর জন্য বিমানের সব টিকিট কেটে নেন।

Exit mobile version