Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬ তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেওফকে বিমানবন্দরে উপস্থিত হন নিউইয়র্ক আওয়ামী লীগের শত শত কর্মী। এসময়, শুভেচ্ছা বাণী সম্বলিত ব্যানার বহন করছিলেন তারা। শেখ হাসিনার আগমনে শ্লোগানে মুখরিত ছিলো এয়ারপোর্ট এলাকা।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ ভাষণে তিনি ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করবেন। এছাড়াও বিশ্ব নেতাদের সাথে গোলটেবিল সভা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব সর্ম্পকিত বৈঠকসহ নানা কর্মসূচি রয়েছে সফরসূচিতে।

১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Exit mobile version