Site icon Jamuna Television

সিলভা-কন্তের নৈপুণ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো চেলসি

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে বিগ ম্যাচে টটেনহ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। আর ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে লেস্টার সিটি

টুখেলের নেতৃত্বে চলতি মৌসুমের শুরু থেকে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে টমাস টুখেলের দল চেলসি। টটেনহ্যামের মাঠে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে আর ব্লুজদের আটকাতে পারেনি কেইন-ডেলে আলিরা। ৪৯ মিনিটে থিয়াগো সিলভার গোলের পর ৫৭ মিনিটে কন্তের দারুন ফিনিশিংয়ে ২-০ গোলের লিড নেয় চেলসি। ম্যাচে বাকি সময় চেষ্টা করেও সফল হয়নি টটেনহ্যাম। ম্যাচের অতিরিক্ত সময়ে করা রুডিগারের গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডনের ক্লাবটি।

এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ইউরোপ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট আর দুই জায়ান্ট লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

Exit mobile version