Site icon Jamuna Television

জয়খরা কাটছেনা রোনালদোহীন য়্যুভেন্টাসের

ছবি: সংগৃহীত

ইতিলিয়ান সিরিএতে ধুঁকছে য়্যুভেন্টাস। শুরুতে লিড নেয়ার পরও এসি মিলানের সাথে ড্র করেছে ১-১ গোলে।

চলতি মৌসুমেই য়্যুভেন্টাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ম্যানইউর হয়ে রোনালদো ফর্মে থাকলেও জয়ের অভাবে ভুগছে তার সাবেক ক্লাব য়্যুভেন্টাস। ইতিলিয়ান লিগে এখনও জয় পায়নি দলটি। রয়েছে পয়েন্ট তালিকার রেলিগেশন এরিয়ায়।

গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে নিজেদের মাঠে শুরুতেই লিড নেয় তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচের ৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। মৌসুমের প্রথম জয় যখন অনেকটাই নিশ্চিত তখনই ম্যাচে ফিরে আসে এসি মিলান। ৭৬ মিনিটে রেবিচের গোলে হার এড়ায় দলটি।

৪ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে য়্যুভেন্টাস। ৪ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া এসি মিলান রয়েছে টেবিলের দুইয়ে। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষস্থানে ইন্টার মিলান।

Exit mobile version