Site icon Jamuna Television

অবৈধ অভিবাসনপ্রার্থীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

টেক্সাস সীমান্তে জড়ো হওয়া অবৈধ অভিবাসনপ্রার্থীদের বিশেষ বিমানে নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ সেপ্টেম্বর) হাইতির ‘পোর্ট অ প্রিন্স’ এয়ারপোর্টে অবতরণ করে ৩টি ফ্লাইট। যার প্রতিটিতে ছিলেন দেড়শোর মতো আরোহী। মার্কিন অভিবাসন এবং শুল্ক বিভাগের অভিযোগ, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তাদের কাছে ছিলো না যৌক্তিক কারণ বা বৈধ কাগজপত্র। এ কারণেই, নিজ দেশ, হাইতিতে ফেরত পাঠানো হলো তাদের।

মানবঢল ঠেকাতে টেক্সাস এবং মেক্সিকোর সংযোগ সেতুটি বন্ধ করে দেয়ায় এর নিচে আশ্রয় নিয়েছেন প্রায় ১৩ হাজার অভিবাসনপ্রার্থী। তীব্র খাবার এবং পানির সংকট থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশই তাদের একমাত্র লক্ষ্য। বাইডেন প্রশাসনের দাবি, এক সপ্তাহের মধ্যে সরানো হবে এসব মানুষকে। কেবল বৈধ আবেদনকারীরাই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবেন বলে জানানো হয়েছে তাদের তরফ থেকে।

Exit mobile version