Site icon Jamuna Television

ছাদ ধসে আহত শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরে স্কুলের পরিত্যক্ত ভবনের ছাদ ধসের ঘটনায় আহত এক শিক্ষার্থী মারা গেছে। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদুল ফকির শাহেদের। রাতে গুরুতর অবস্থায় ঢাকায় আনা হয়েছিল তাকে।

শনিবার দুপুরে ফরিদপুর সদরের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি ধসে পড়ে। এতে আহত হয় তিন শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পৌঁছে তাদের উদ্ধার করে। আহত আরও ২ শিক্ষার্থী ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন।

Exit mobile version